সুরের ধারা

ফাগুন হাওয়া লাগুক মনে

ফাগুন হাওয়া লাগুক মনে

ফাগুন হাওয়া লাগুক মনে, মন হোক উদাসী রে ।

ফাগুন হাওয়া লাগুক মনে ।

 

বলবো কথা গানে গানে

সুর উঠুক এই প্রাণে,

মন হোক উদাসী রে

 

ফাগুন হাওয়া লাগুক মনে ।

 

কুহু কুহু কোকিল ডাকে

সুর উঠুক পলাশ ও শিমুল বনে ।

আরও কৃষ্ণচূড়ার আগুন লেগে

বন হোক উদাসী রে

 

ফাগুন হাওয়া লাগুক মনে ।

 

ওরে কি যাদু এই ফাগুন হাওয়ায়

প্রেমের মাতম ওঠে ।

ভিতর-বাহির সমান পোড়ে

ফাগুনের আগুনে রে ।

 

ফাগুন হাওয়া লাগুক মনে, মন হোক উদাসী রে

ফাগুন হাওয়া লাগুক মনে ।

 

এ. এস. এম. সাজ্জাদুল ইসলাম

Share this content: