কাব্যের মলাট

রাজার বেটা বাইজি খোঁজে

রাজার বেটা বাইজি খোঁজে

নগর, এই নদী, আকাশ-
সবকিছু ভাগ হয়ে যাক।
ধর্মে নিদান কর্মে, হিয়ায়-
একটা শুধু মানুষ বেঁচে থাক!

একটা শুধু মুখের জন্যে
হণ্যে হওয়া বন্য প্রাণ
বধির কি অধির কল্পে-
শুঁকছ, মানুষ পোড়া ঘ্রাণ!

তোমার শরীর রক্তে মাংসে-
অমুকের কি বালি’র
ধিক্কার! এ খোঁড়া শিক্ষার
আমার সনদ, কলম-কালির।

বুঁদ হয়ে নতজানু যারা
পাহারা দেবে কে আজ!
রাজার বেটা বাইজি খোঁজে
কে-তবে আসল ধর্মবাজ!

 

লেখাঃ প্রিন্স রোমান পিকিউ

Share this content: