কাব্যের মলাট

অপেক্ষায় থেকো

অপেক্ষায় থেকো

আমি তোমার কাছে আসবো

যেদিন নদী জলাত্যয়ে কাঁদবে

জলের তৃষ্ণায় উন্মাদিনী হবে,

সেদিন আমি শ্রাবণের ধারা হবো

তুমি অপেক্ষায় থেকো।

 

আমি তোমার কাছে আসবো

যেদিন কান্তিময়ী ফসলের মাঠ হবে

রোদে পোড়া খাঁখাঁ প্রান্তর।

সেদিন আমি সবুজের দ্রাঘিমা হবো

তুমি অপেক্ষায় থেকো।

 

আমি তোমার কাছে আসবো

যেদিন ফুল তার সুবাস হারাবে

ফাগুণ হারাবে সুশীতল সমীরণ।

সেদিন আমি মাতাল দখিণা হবো

তুমি অপেক্ষায় থেকো।

 

আমি তোমার কাছে আসবো

যেদিন আগুন দহণ ক্ষমতা হারাবে

উষ্ণতা অক্ষম হবে মৃত্যু তাড়াতে।

সেদিন আমি কমলারঙা সূর্য হবো

তুমি অপেক্ষায় থেকো।

 

আমি তোমার কাছে আসবো

যেদিন মৃত্তিকা তার নিজস্ব ঘ্র্র্রাণ হারাবে।

 

জুলিয়া জিতু

Share this content: