কাব্যের মলাট

জননায়ক

জননায়ক

কে তুমি আমায় ডাকো হে

ঐ সুদূরের পথে, একতার ছায়াতলে,

বিপ্লবী জনতার মিছিলে;

কে তুমি আমায় ডাকো হে ।।

 

আগুনের পরশে বহ্নি শিখা রূপে

ঐ রাজপথের বাধা দলে

দূর্বার গতিতে সমর অভিমুখে

কে তুমি আমায় ডাকো হে ।।

 

রক্তস্রোতে ভেসে প্রাণটাকে হাতে নিয়ে

ঐ মৃত্যুর কাছাকাছি অটল দাড়িয়ে

জনতার অধিকার যাচো কে ?

কে তুমি আমায় ডাকো হে ।।

 

আমি তন্দ্রার দেশে ঘুমিয়েছি এতকাল । তোমার অগ্নিমূর্তি, আমার আড়ষ্ট

জীবনের শৃঙ্খল ভেঙ্গেছে । মুক্তির পথের হে জননায়ক লহ মোরে সাথে ।

এ. এস. এম. সাজ্জাদুল ইসলাম

Share this content: