বিকল্প ভাবনা

বিশ্বব্রহ্মাণ্ড আমার

বিশ্বব্রহ্মাণ্ড আমার

জন্মের পর থেকেই আমাদের দেশপ্রেম নামক এক বায়বীয় পদার্থের শিক্ষা দেওয়া হয়েছে । যার গোলক ধাঁধায় পড়ে আমরা ভাবছি আমরা নিরন্তর ধর্ম করে চলেছি । কিন্তু প্রকৃতপক্ষে আমরা যে অধর্ম করে চলেছি তা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনভাবেও আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে না । ধরুন আমি বাংলাদেশি, সুতরাং এর বাইরের যে ভূখণ্ড আছে সমগ্র পৃথিবীতে তা আমার নয় বা এ নিয়ে চিন্তাও আমার নয় । এ আপনি শিখেছেন । প্রকৃতপক্ষে কি বিষয়টা তাই...!!!!!??? এ শিক্ষার যে ফল পেলাম তা হচ্ছে ... আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি সে পরিবারই শুধু আমার, সে পরিবারের সমস্ত সুখ, সমস্ত চাহিদা, সমস্ত দুঃখই আমার । আর আমি তাই যৌথ পরিবার ভেঙ্গে তৈরি করলাম একক পরিবার । আপেক্ষিক ভাবে সুখ প্রতীয়মান হচ্ছে বটে কিন্তু পরাজয়ের শুরুটা মনে হয় এখানেই । এরকমভাবে আমরা যখন স্বতন্ত্র হয়েছি, তখন আমরা প্রত্যেকের সমস্যাটাকে তাদের নিজস্ব সমস্যা বলে ভাবছি । কারো উপর অন্যায়টাকে ভাবছি এ তো আমার উপর নয়, সুতরাং আমার এ বিষয় নিয়ে চিন্তা করারও আবশ্যকতা নাই । আর এখান থেকেই জাতীয় সমস্যার শুরু । মানে আপনি ,আমি জাতীয় ভাবে দুর্বল হয়ে গেলাম, আর তার প্রমাণ হচ্ছে আজকের আপনি এবং আমি ।

এখন এই সমস্যাটাই একটু ভিন্নভাবে ভাবুন, ধরুন আমরা একটা পাঠাগার বা একটা সমাজসেবা মুলক সংগঠন করলাম । লক্ষ্য ও উদ্দেশ্য মানবতার চরম পর্যায়ের । কিন্তু তাতে লাভ কি...!!!!!!! আপনার বা আমার ভিতরে "আত্মপ্রেম" নামক যে অধর্ম বা যে গোঁড়ামি আছে তা তো প্রতিনিয়ত এই উপাসনাকে পিছনে টানছে । আমরা কখনো ভাবছি এ প্রতিষ্ঠান শুধু আমাদের ব্যক্তিগত, কখনো ভাবছি এ প্রতিষ্ঠান আমাদের পরিবারের, কখনো ভাবছি এ প্রতিষ্ঠান আমাদের গোষ্ঠীর, কখনো ভাবছি এ প্রতিষ্ঠান আমাদের গ্রামের । এ ভাবেই সামগ্রিক মানুষের যুক্ত হওয়াকে আমরা ঠেকিয়ে দিয়েছি । প্রতিষ্ঠানকে করেছি সংকীর্ণ, জটিলতায় পরিপূর্ণ, ক্ষমতা চর্চায়ন ও নিজেকে প্রকাশের এক আঁধার ।

কি করে এর সিদ্ধি হবে মাধব...!!!!!!??

হবে পার্থ, ভাবো এ তোমার দেশ নয়... সমগ্র পৃথিবী তোমার দেশ...!!!!! ভাবো তুমি শুধু এ দেশের নও, তুমি সমগ্র পৃথিবীর...!!!!!!

 

এ. এস. এম. সাজ্জাদুল ইসলাম

Share this content: